ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুরে বীজআলুর চরম সংকট কৃষক দিশেহারা

জয়পুরহাটের আক্কেলপুরে বীজআলুর চরম সংকট কৃষক দিশেহারা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে বীজআলুর চরম সংকটে কৃষক দিশেহারা হয়ে পড়েছে। হিমাগারে কৃষকের সংরক্ষিত ও বিভিন্ন কোম্পানী মিলে মোট চাহিদার অর্ধেকেরও বেশি পরিমাণ বীজআলু বাজারে সরবরাহ করলেও অধিকাংশ বীজ ব্যবসায়ীদের দোকান ও গুদামে বীজআলু নেই বলা হচ্ছে। কতিপয় অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি বস্তায় হাজার টাকার বেশি অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ৬ হাজার ১২০ হেক্টর জমিতে আলুচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার বিপরীতে ৯ হাজার ৮১০ মেট্রিক টন বীজআলুর চাহিদা রয়েছে। বাজারে যে পরিমাণ বীজআলু সরবরাহ রয়েছে। তাতে বীজআলুর কোন সংকট থাকার কথা নয়। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে বীজআলু নিয়ে নিয়মিত তদারকি করছে।

উপজেলার  কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়  বিএডিসি, ব্র্র্যাক,  এসিআই, ইস্পাহানী, সুপীম (হীরা) ও ইউন কোম্পানীর বীজআলুর চাহিদা বেশি। ব্র্যাকের এ গ্রেডের বীজের মণ ৩ হাজার ১৬০  টাকা ও  বি-গ্রেডের ৩হাজার ৪০ টাকা। অনান্য কোম্পানীর বীজআলুর প্রকার ভেদে একটু দাম কম-বেশি রয়েছে।

আরও পড়ুন

তবে ব্র্যাকসহ অনান্য কোন কোম্পানীর আলুর বীজ খুচরা দোকানে পাওয়া যাচ্ছে না। খুচরা ব্যবসায়ীরা  নির্ধারিত মূল্যের চেয়ে এক থেকে দেড় হাজার টাকা বেশি দিলে তারা বীজআলু জোগাড় করে দিচ্ছেন। দোকানীরা বেশি দাম নিলেও কৃষকদের কোন রসিদ দিচ্ছেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জড়ানো সেই আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো পুলিশ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাক ড্রাইভার ও হেলপার সহ নিহত ২ ,আহত ১

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা

গোলাম মাওলা রনি মিথ্যাচার ও বিভ্রান্তির উৎস হয়ে উঠেছেন: প্রেস সচিব

বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান