ভিডিও মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

আড়াইহাজারে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার

আড়াইহাজারে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার

আড়াইহাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়অন (র‌্যাব-১১)।

আজ সোমবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব ১১।

এর আগে, রোববার রাতে আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গুরদী এলাকা অভিযান চালিয়ে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ হলো, ১টি এয়ার গান, ৩টি দেশি এলজি পিস্তল, ২টি দেশি রিভলবার, ৪টি পাইপ গান (বাট ছাড়া), ১টি দেশি রাইফেল, ৮টি পাইপ গানের বিভিন্ন প্রকার ব্যারেল, ৬টি পিস্তলের খালি ম্যাগাজিন, ৪২ রাউন্ড ইয়ার গানের গুলি, ৮৪ টি ইয়ার গানের স্প্রিন্টার, ৩০৩ রাইফেলের ৬৩ রাউন্ড গুলি, ৬ রাউন্ড ক্যালিবার ৭ পয়েন্ট ৬২ এমএম পিস্তল টাইপ ৭৭ এর গুলি, ১৬ রাউন্ড ক্যালিবার ৭ পয়েন্ট ৬২ এমএম পিস্তল টাইপ ৫৪ এর গুলি, ২৮ রাউন্ড, ক্যালিবার ৭ পয়েন্ট ৬২ এমএম রাইফেলের গুলি, শর্ট গানের লেট বল কার্টুন ১৫ রাউন্ড এবং রাবার বুলেট কার্টুন ২ রাউন্ড, স্নাইপারের গুলি ৭ রাউন্ড, নমুনা বুলেট ১টি, ব্লাংক অ্যামোনেশন ৬ রাউন্ড, বিভিন্ন প্রকার অস্ত্রের গুলির ২১ রাউন্ড।

আরও পড়ুন

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ সোমাবার সকালে আড়ইহাজার থানায় জমা দেওয়া হয়।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন জানান, আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নে অভিযান চালায় র‌্যাব। এসময় বিভিন্ন জায়গায় পরিত্যাক্ত অবস্থায় পরে থাকা অবস্থায় এই অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়। সেগুলো উদ্ধার করে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরা একঝাঁক কাপুরুষ: প্রেস সচিব

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

জয়দেবপুর রেল জংশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

আয়ারল্যান্ডে চালু হলো ‘প্যালেস্টাইন কোলা’

পিটার হাসের সঙ্গে এনসিপির বৈঠকের বিষয়টি গুজব: তাসনিম জারা