ভিডিও মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

আয়ারল্যান্ডে চালু হলো ‘প্যালেস্টাইন কোলা’

আয়ারল্যান্ডে চালু হলো ‘প্যালেস্টাইন কোলা’, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: আয়ারল্যান্ডে একটি নতুন সফট ড্রিঙ্ক ব্যাপক সাড়া ফেলেছে—শুধু স্বাদের জন্য নয়, বরং এর পেছনের বার্তার জন্য। ‘প্যালেস্টাইন কোলা’ নামে এই পানীয়টি কাউন্টি ডাউনে চালু হয়েছে, যাকে আয়োজকরা ‘একটি ক্যানে সংহতি’ বলে অভিহিত করেছেন। ক্যান বিক্রির সমস্ত লাভ গাজায় ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন উদ্যোগে যাবে।

মোর্ন ফর প্যালেস্টাইন-এর সদস্য গ্যারি হার্পার বলেন, এই প্রকল্পটি তার জন্য গভীরভাবে ব্যক্তিগত। ‘লাভের প্রতিটি পয়সা সরাসরি যাবে দুই ফিলিস্তিনি মেয়ে ইয়ারা ও রাহাফ-এর সহায়তায়, যারা ২০২২ সালের সেপ্টেম্বরে আমাদের পরিবারের সাথে থাকত,’ তিনি বলেন।
ইয়ারা ও রাহাফ হ্যান্ডস আপ প্রজেক্ট-এর একটি নাটক প্রতিযোগিতা জেতার পর আয়ারল্যান্ড সফর করেছিল। কিন্তু গাজায় ফিরে যুদ্ধ, বাস্তুচ্যুতি ও পরিবারের সদস্যদের মৃত্যুর মুখোমুখি হয়েছে তারা। 

‘তাদের এখন তাবুতে থাকতে হচ্ছে, প্রাথমিক প্রয়োজনীয়তাও মেটাতে হিমশিম খেতে হচ্ছে,’ হার্পার যোগ করেন। হার্পার স্পষ্ট করেন, ‘আমি কোকা-কোলার প্রতিদ্বন্দ্বী হতে চাই না। মানুষ এমন একটি বিকল্প পাওয়ার যোগ্য, যা গণহত্যায় অর্থায়ন করে না।’

আরও পড়ুন

সূত্র: আল জাজিরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে গাঁজার গাছসহ মহিলা আটক

বিজয় শোভাযাত্রায় যোগ দিয়ে যুবদল নেতার মৃত্যু

ম্রুনাল ঠাকুরের সঙ্গে ধানুষের প্রেমের গুঞ্জন

২০২৬ সালেই দুবাইর আকাশে উড়বে উড়ন্ত ট্যাক্সি  

জাপানে চলতি গ্রীষ্মে তাপমাত্রার নতুন রেকর্ড 

দিনাজপুরের নবাবগঞ্জে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০