ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

বানিয়াচংয়ে বিদ্যুতের খুঁটি ফেলে পুলিশের গাড়িসহ ৪ যানবাহনে ডাকাতি

বানিয়াচংয়ে বিদ্যুতের খুঁটি ফেলে পুলিশের গাড়িসহ ৪ যানবাহনে ডাকাতি

নিউজ ডেস্ক:  হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের আইঞ্জন এলাকায় পুলিশের গাড়িসহ চারটি যানবাহন ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদল চালক ও যাত্রীদের মারধর করে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ মে) রাত ১২টার দিকে ঘটনাগুলো ঘটে।

ভুক্তভোগী পিকআপ ভ্যানের চালক সুজন মিয়া বলেন, “রাস্তায় কয়েকজনকে একটি বিদ্যুতের খুঁটি হাতে দাঁড়িয়ে থাকতে দেখি। আমার গাড়ি ২০-৩০ ফুট দূরে থাকতেই তারা খুঁটিটি রাস্তায় ফেলে গতিরোধ করে। এরপর ১৭-১৮ জন দা ও ফিকল হাতে এসে আমাকে মারধর করে। তারা আমার সঙ্গে থাকা ৪ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।”


তিনি আরো বলেন, “এরপর আরো তিনটি গাড়ি ঘটনাস্থলে গেলে সেগুলো থামিয়ে একইভাবে ডাকাতি করা হয়। এর মধ্যে ছিল একটি পুলিশের গাড়ি। সেই গাড়িতে থাকা তিনজন পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে।”

আরও পড়ুন

ডাকাতদের হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন- বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন, কনস্টেবল আরিফ আহমেদ ও ইমরান হোসেন।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাশ কুমার সিংহ জানান, রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা ডাকাতদের কবলে পড়েন। তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বানিয়াচং উপজেলার আইঞ্জন এলাকা দীর্ঘদিন ধরে ‘ডাকাতির জোন’ হিসেবে পরিচিত। গত দুই যুগে সেখানে শতাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ বছর আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার সাইফুল ইসলাম ওরফে ঝিলকি নিহত হওয়ার পর কিছুদিন ডাকাতি কমে গেলেও সাম্প্রতি আবারো তা বেড়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ৮২৯ কিলোমিটার দীর্ঘ বজ্রপাত, বিশ্বে রেকর্ড

হাজারীবাগে জমি নিয়ে বিরোধে মধ্যরাতে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৫

ট্রলার ডুবে সাগরে নিখোঁজের ৭ দিন পর ভেসে এলো জেলের মরদেহ

স্ত্রীকে হত্যার পর থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

২০ শতাংশ শুল্ক সরকারের আরেকটি সফলতা : আসিফ নজরুল

ভারত বন্ধু, তবে শতভাগ মিত্র নয় : রুবিও