ভিডিও মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

আ.লীগ নেতার নেতৃত্বে ইসলামী আন্দোলনের বিজয় মিছিল

আ.লীগ নেতার নেতৃত্বে ইসলামী আন্দোলনের বিজয় মিছিল

জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে পটুয়াখালীর বাউফলে বিজয় মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)।

তবে মিছিলে সামনের কাতারে দেখা যায় সাবেক আওয়ামী লীগ নেতা এসএম ইউসুফকে। যিনি একসময় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বাউফল পৌর শহরে এই মিছিলে ইসলামী আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

ই সলামী আন্দোলনের কয়েকজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসএম ইউসুফ একজন বিতইসলামী আন্দোলন বাংলাদেশ বিতর্কিত ব্যক্তি। তার উপস্থিতি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। বিষয়টির তদন্ত হওয়া উচিত।

বিতর্কের বিষয়ে জানতে চাইলে এসএম ইউসুফ জানান, তিনি ২০১৮ সালের আগেই আওয়ামী লীগের রাজনীতি ছেড়েছেন এবং চরমোনাই পীরের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন।

তিনি বলেন, ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি মুজাহিদ কমিটির সদস্য হন এবং এখন ইসলামী আন্দোলনের অঙ্গসংগঠন মুজাহিদ কমিটিতে সক্রিয়।

আরও পড়ুন

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাউফল শাখার সদস্য সচিব এইচ এম নুরুল আমিন বলেন, এসএম ইউসুফ আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে অনেক আগেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি মুজাহিদ কমিটির একজন সদস্য এবং নিয়মিত মুরিদদের সঙ্গে দ্বীনি কার্যক্রমে অংশ নেন। মিছিল চলাকালীন তিনি একজন বয়স্ক মানুষ হিসেবে সামনের কাতারে আসেন, এতে করে তাকে ‘নেতৃত্ব দিয়েছেন’ বলা ঠিক নয়। ঘটনাটি অনিচ্ছাকৃত, তখন বিষয়টি খেয়াল করা হয়নি।

এর আগে সংগঠনের অভ্যন্তরীণ ‘অব্যবস্থাপনা’ নিয়ে মুখ খোলেন বাউফল ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, দলের মধ্যে কিছু চাটুকার ও দুর্নীতিবাজ ঢুকে পড়ায় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। বর্তমানে বাউফলে ইসলামী আন্দোলন আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় শোভাযাত্রায় যোগ দিয়ে যুবদল নেতার মৃত্যু

২০২৬ সালেই দুবাইর আকাশে উড়বে উড়ন্ত ট্যাক্সি  

ম্রুনাল ঠাকুরের সঙ্গে ধানুষের প্রেমের গুঞ্জন

জাপানে চলতি গ্রীষ্মে তাপমাত্রার নতুন রেকর্ড 

দিনাজপুরের নবাবগঞ্জে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০

খালি পেটে ঘি খাওয়া উচিৎ?