ভিডিও মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

দিনাজপুরের আমদানি বৃদ্ধি পাওয়ায় হিলিতে খুচরা বাজারে দাম কমেছে জিরার

দিনাজপুরের আমদানি বৃদ্ধি পাওয়ায় হিলিতে খুচরা বাজারে দাম কমেছে জিরার। ছবি : দৈনিক করতোয়া

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে জিরার। এদিকে হিলি খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে পণ্যটির। মসলা আমদানিকারকরা বলছেন, অন্যান্য পণ্য আমদানি কম হলেও ভারত থেকে জিরার আমদানি আগের থেকে কিছুটা বেড়েছে। তাই খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে। পণ্যটির দাম কমায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

গতকাল সোমবার হিলি মসলা খুচরা বাজার ঘুরে জানা যায়, তিন সপ্তাহের ব্যবধানে কেজিতে ৭০ টাকা দাম কমেছে জিরার। যে জিরা তিন সপ্তাহ আগে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সেই জিরা আজ তা ৫৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত বছর একই এসময়ে ১০০০ থেকে ১১০০ টাকা কেজি দরে জিরা বিক্রি হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণ জিরা আমদানি হয়েছে। তাই বাজারে জিরার দাম স্বাভাবিক হতে শুরু করেছে। এক বছরের ব্যবধানে দাম অর্ধেকে নেমেছে। আবার বিগত দুই বছর পূর্বে এই বন্দর বাজারে জিরার কেজি ছিলো ২৮০ থেকে ৩০০ টাকা কেজি। জিরার আমদানি স্বাভাবিক থাকলে পূর্বের দামে ফিরবে বলে আশা করছেন মসলা ব্যবসায়ীরা।

আরও পড়ুন

নয়ন নামের আর একজন ক্রেতা বলেন, কোরবানির ঈদ আসলেই আমাদের মসলার প্রয়োজন বেশি হয়। ঈদের আগেই হিলি মসলা বাজার থেকে মসলা কিনি। তবে আজ জিরা কিনতে আসলাম। গত কোরবানির ঈদে জিরা ৬১০ টাকা কেজি কিনেছিলাম। আজ সেই জিরা ৫৩০ টাকা কেজি দরে কিনলাম।

হিলি বাজারের একজন খুচরা মসলা ব্যবসায়ী বলেন, হিলি বন্দরে প্রচুর জিরা আমদানি হয়েছে। বর্তমানও আমদানি স্বাভাবিক রয়েছে। আবার বর্তমান মসলার বেচা বিক্রি একেবারে কম। সবমিলে কমে গেছে জিরার দাম। এভাবে আমদানি বৃদ্ধি পেলে জিরার দাম আগের দামে ফিরে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে এক রাতে তিন দোকানে চোরের হানা

কুয়েতে পানির ট্যাঙ্কে বিস্ফোরণে ৩ প্রবাসী শ্রমিক নিহত

যদি বুক চিড়ে দেখাতে পারতাম কতটা ভালোবাসা আছে, শুভশ্রীকে পাশে নিয়ে বললেন দেব

নাটোরের বড়াইগ্রামে গাঁজার গাছসহ মহিলা আটক

বিজয় শোভাযাত্রায় যোগ দিয়ে যুবদল নেতার মৃত্যু

ম্রুনাল ঠাকুরের সঙ্গে ধানুষের প্রেমের গুঞ্জন