ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

মিঠুন-শ্রীদেবী সত্যিই কি বিয়ে করেছিলেন?

মিঠুন-শ্রীদেবী

বিনোদন ডেস্ক ঃ বলিউড অভিনেত্রী শ্র্রীদেবীর মোহনীয় চেহারা যে শুধু দশর্ক মনে দোলা দিতো, তা নয়। বলিউড অভিনেতা থেকে শুর করে অনেক প্রযোজক-পরিচালকও তার প্রেমে হাবুডুবু খেতেন।

বলিউডে অভিষেকের কয়েক বছর পরই তিনি জিতেন্দ্রর সঙ্গে একের পর এক ছবি করেন, আর তখনই বলিউডে রটে যায় তাদের প্রেমের গুঞ্জন। এমনকি শুটিংয়ের সময় তারা একসঙ্গে হোটেলের একই রুমে থাকতেন বলেও শোনা যেত। তবে জিতে›ন্দ্রর সঙ্গে নয়, পরবর্তীতে বরং বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রীদেবীর প্রেমের গুঞ্জন আরও বেশি আলোচিত হতে থাকে। বলিউডে তাদের গোপনে বিয়ে করার কথাও প্রচলিত ছিল।

মিঠুন ও শ্রীদেবীর ঘনিষ্ঠতা বাড়তে থাকে বিভিন্ন বিদেশি শোতে একসঙ্গে কাজ করার সুবাদে। তখন মিঠুন ছিলেন অভিনেত্রী যোগিতা বালির স্বামী এবং তাদের দুই সন্তান ছিল মিমো ও নমশী। যদিও মিঠুন-শ্রীদেবী সম্পর্কের কথা বারবার গুঞ্জন বলে উড়িয়ে দেন। তবে পরে এক পত্রিকায় তাদের ‘ম্যারেজ সার্টিফিকেট’ প্রকাশিত হলে মিঠুন নাকি সম্পর্কের সত্যতা স্বীকার করতে বাধ্য হন। এমনও শোনা যায়, তারা মাড আইল্যান্ডে প্রায় সাত মাস একসঙ্গে কাটিয়েছিলেন।

আরও পড়ুন

অভিনেত্রী সুজাতা মেহতার মতে, মিঠুন ও শ্রীদেবী একে অপরকে প্রচণ্ড ভালোবাসতেন। কিন্তু মিঠুনের দাম্পত্য জীবনের জটিলতার কারণেই তাদের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। সম্পর্ক ভেঙে যাওয়ার পর শ্রীদেবী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শুটিং সেটে গিয়ে এক কোণে চুপচাপ বসে থাকতেন, কারো সঙ্গে তেমন কথা বলতেন না। তবে ক্যামেরা চালু হলেই নিজেকে সামলে নিয়ে অভিনয়ে মন দিতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস