ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

বগুড়ার শাজাহানপুরে বীজআলু সিন্ডিকেটের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন 

বগুড়ার শাজাহানপুরে বীজআলু সিন্ডিকেটের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন, ছবি : দৈনিক করতোয়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : সারাদেশে বীজ আলুর দাম স্বাভাবিক রাখতে অসাধু বীজ ডিলারদের বাতিল ও শাস্তির দাবিতে শাজাহানপুরে মানববন্ধন করেছে আলু চাষিরা। আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের একপর্যায়ে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছে বীজআলু দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে করেন আলু চাষিরা। সকল বীজআলু ডিলার বাতিল ও অসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবিতে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে মহাসড়ক। এ সময় মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষুব্ধ চাষিরা শান্ত হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন মানিকদিপা এলাকার কৃষক ফারুক হোসেন, মহসীন আলী, সামিম আহমেদ, বামুনিয়া এলাকার শামিম হোসেন, জামুন্না গ্রামের আনোয়ার, আবুল কালাম, হাবিবুর, ইব্রাহিম, শাহাদত হোসেন, আফজাল আলী, সুলতানসহ শতশত কৃৃষক। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ব্র্যাক উৎপাদিত প্রতি বস্তা বীজআলুর কোম্পানি মূল্য ৩ হাজার ১৬০ টাকা হলেও অসাধু বীজ ডিলাররা কৃষকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন ৫ থেকে ৬ হাজার টাকা।

আরও পড়ুন

কৃষকরা চাহিদা মতো বীজআলু পাচ্ছেন না। বীজআলু নিতে গেলে সিন্ডিকেট বীজ ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখায়। কিন্তু বস্তা প্রতি ২ থেকে ৩ হাজার টাকা বেশি দিলেই কৃষকের ভাগ্যে বীজআলু মিলছে। স্থানীয় আলু চাষী শামিম হোসেন বলেন, ছাত্র-জনতা, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের গণঅভ্যূত্থানে সরকার পতনের পরও অসাধু বীজআলু ব্যবসায়ীরা কৃষকদের নানাভাবে হয়রানি করছে।

বীজআলু সিন্ডিকেট নিয়ন্ত্রণে পূর্বের ডিলার বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের করতে হবে। দ্রুত পদক্ষেপ না নিলে সারাদেশে বীজআলুর বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। ফলে আলুর উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া পাননি আন্দোলনকারীরা

খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি

পঞ্চগড়ে ছিলাম, যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি: সারজিস

নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট

যমুনার সামনে পুলিশের সতর্ক অবস্থান