জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া সীমান্তে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি নন্দইল সীমান্তে শ্যামাচরণ সিং (৬৫) নামের একজন আদিবাসী বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাগজানার পাশ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের নন্দইল সীমান্তের ২৭৮ নং মেইন পিলারের ৩৭ নং সাব পিলার নিকট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঐ বৃদ্ধের লাশের পায়ে শিকল পরানো ছিল।
মৃত শ্যামাচরণ, ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রামের আদিবাসী হঠাৎ পাড়া এলাকার মৃত নিংরু পাহানের ছেলে। স্থাানীয় ইউপি সদস্য জয়নুল আবেদীন তার পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, “রাতে খাবার খাওয়ার পর শ্যামাচরণ ও তার স্ত্রী ঘরে শুয়েছিল। আনুমানিক ১২ টার দিকে তার স্ত্রী ঘুম থেকে জেগে দেখেন তার স্বামী পাশে নেই। রাতেই খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি।
পরে সকালে মাঠে কাজ করতে গিয়ে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে ১৪ বিজিবি ব্যাটেলিয়ানের অধীন কড়িয়া বিওপির ক্যাম্পে খবর দেয়। পরে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনকড়িয়া বিওপি কমান্ডার শাহ আলম জানান, “শ্যামাচরণ দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন অবস্থান ছিলেন। এ জন্য পরিবার থেকে তার পায়ে শেকল লাগিয়ে রাখা হতো। এলাকাবাসী সূত্রে জানা যায় শ্যামাচরণ সিং দীর্ঘদিন ধরে পাগল ছিলেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের উদ্দেশ্যে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন