ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

পলিথিন ব্যবহার বন্ধ না করলে আমাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে : বগুড়ার ডিসি

পলিথিন ব্যবহার বন্ধ না করলে আমাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে : বগুড়ার ডিসি, ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেছেন, জীবন সহজ করতে গিয়ে আমরা জীবন নষ্ট করছি। মানব দেহের জন্য অত্যান্ত ক্ষতিকর পলিথিন ব্যবহার বন্ধ করতে না পারলে আমাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। ক্যান্সার, উচ্চ রক্তচাপ, কিডনী রোগ, স্ট্রোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি আমরা। তিনি ক্রেতা এবং বিক্রেতাদেরকে পলিথিন ব্যবহার থেকে দূরে থাকার আহবান জানান।

তিনি আজ মঙ্গলবার (১২ নভেম্বর) পলিথিন নিষিদ্ধকরণ ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতা মূলক ব্যবহার নিশ্চিত করতে তার সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, এডিএম পিএম ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক মতলুবর রহমান, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা মমতা হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিয়াজুর রহমান রাজু, শিল্পপতি গোলাম কিবরিয়া বাহার, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় চালের বস্তায় প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করা, খোলা বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের পরিবর্তে কাগজের ব্যাগ, টিস্যু ব্যাগ, কাপড়ের ব্যাগের ব্যবহার সহজ লভ্য করার প্রতি জোর দেওয়া হয়। সভায় বক্তারা পলিথিনের বিকল্প ব্যবহারের প্রতি জোর দেওয়া হয়।

এই সভার পরই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এই সভায় উল্লেখিত বক্তা ছাড়াও টিএমএসএস‘র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আরও পড়ুন

তিনি বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন, ঢাকার মাধ্যমে জরিপ অনুসন্ধ্যান ও গবেষণালদ্ধ আলুর বাজার সংক্রান্ত তথ্য তুলে ধরেন। তার জরিপ অনুযায়ী খুচরা পর্যায়ে আলুর দাম ৪৫ টাকার বেশি হবে না বলে তিনি মন্তব্য করেন।

বাজারে আলুর দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় কারণ অনুসন্ধান করেন বক্তারা। বক্তারা গত বছর আলুর কাঙ্খিত ফলন না হওয়ার বিষয়টিও সামনে তুলে আনেন। সভায় বাজার নিয়ন্ত্রনে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী