পাবনার সুজানগরে নৌকার কদর বাড়ছে

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে চলতি বর্ষা মৌসুমে নৌকার কদর বাড়ছে। বিশেষ করে পদ্মা পাড়ের পেশাদার জেলে ও মৎস্যজীবীরা পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় মাছ ধরার জন্য নতুন নৌকা কেনার পাশাপাশি পুরাতন নৌকা মেরামত করতে ব্যস্ত হয়ে পড়েছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ৬ হাজার মৎস্যজীবী আছে। ওই সকল মৎস্যজীবীরা আষাঢ় মাসে পদ্মা নদীতে এবং উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলে বর্ষার নতুন পানি আসার পর থেকে চৈত্র মাস পর্যন্ত মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। আর নদী ও বিলে মাছ ধরার এক মাত্র বাহন নৌকা।
সে কারণে আষাঢ় মাসে পদ্মা নদী ও গাজনার বিলে পানি বৃদ্ধি পাওয়া মাত্র মৎস্যজীবীরা নৌকার জন্য মহাব্যস্ত হয়ে পড়েন। এদের মধ্যে সচ্ছল মৎস্যজীবীরা ইঞ্জিন চালিত নতুন নৌকা কিনতে এবং নিম্নমধ্যবিত্ত মৎস্যজীবীরা পুরাতন নৌকা মেরামত করতে ব্যস্ত সময় পার করেন।
আরও পড়ুনএ ছাড়া এ সময় পদ্মা নদীর সাতবাড়ীয়া, রাইপুর এবং নাজিরগঞ্জ খেয়াঘাটের মাঝিরাও খেয়া পারাপারের জন্য নতুন নৌকা কিনে থাকেন। ফলে প্রতি বছর এ সময় উপজেলায় নৌকার বেশ কদর ও চড়া দাম লক্ষ্য করা যায়। উপজেলার তারাবাড়ীয়া গ্রামের মৎস্যজীবী ঝন্টু মন্ডল বলেন, বর্তমানে যেমন-তেমন একটি ইঞ্জিন চালিত নতুন নৌকার দাম ৩০/৩৫ হাজার টাকা।
অথচ অন্য সময় ওই মানের নৌকা ২০/২৫ হাজার টাকায় পাওয়া যায়। উপজেলার মানিকহাট গ্রামের মৎস্যজীবী আন্তু শেখ বলেন, বর্ষা মৌসুমে নৌকার ব্যাপক চাহিদা থাকে। আর এ সুযোগে নৌকা তৈরির মিস্ত্রীরা চড়া দামে নৌকা বিক্রি করে থাকেন।
মন্তব্য করুন