বগুড়ার ধুনটে যুবলীগ নেতা চাঁন গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি’র কার্যালয় ভাঙচুর ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগ করা দু’টি মামলায় গোলাম মুহিত চাঁন (৪০) নামে (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৬টায় পুলিশ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে। গোলাম মুহিত চাঁন ধুনট দক্ষিণ অফিসারপাড়ার মোহাম্মাদ আলীর ছেলে।
আরও পড়ুনসে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন