ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ নিয়ে যা বললেন সৌরভ

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ নিয়ে যা বললেন সৌরভ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ এই সিরিজ নিয়ে দারুণ স্বপ্ন দেখছে। যদিও আসন্ন এই সিরিজে বাংলাদেশের সম্ভাবনা একেবারেই দেখছেন না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশ এই সিরিজে ভারতকে চমকে দেবে বলে মনে করছেন না সৌরভ গাঙ্গুলি। তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে ভারত তাদের ‘কঠিন প্রতিপক্ষ’ হিসেবেই বিবেচনা করবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। সৌরভ গাঙ্গুলি বলেন, ‘মনে করি না বাংলাদেশ জিতবে, সিরিজ জিতবে ভারত। তবে ভারত অবশ্যই বাংলাদেশ থেকে ভালো ও কঠিন লড়াই আশা করবে। কারণ, তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আসছে।’

ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেললেও এখনো জয় পায়নি বাংলাদেশ। তবে পাকিস্তান সফরের আগে দলটির বিপক্ষেও ১৩ টেস্ট খেলে জয়হীন ছিল বাংলাদেশ। সেই ইতিহাস অবশ্য বদলে দিতে পেরেছেন শান্তরা। পাকিস্তানকে দুটি ম্যাচে হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। বাংলাদেশকে এ কারণে কৃতিত্বও দিচ্ছেন সৌরভ, ‘পাকিস্তানে গিয়ে তাদের হারানো কখনো সহজ নয়, সুতরাং অভিনন্দন বাংলাদেশের খেলোয়াড়দের। তবে ভারতে ভারত খুবই শক্তিশালী প্রতিপক্ষ। ঘরে হোক বা বাইরে, ভারতের ব্যাটিং বিভাগ খুবই চমৎকার ও শক্তিশালী।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সমাবেশ ঘিরে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল 

প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আ.লীগ নেতা

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩ 

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত

মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা