ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় পানির অভাবে পাট নিয়ে বিপাকে কৃষক

রংপুরের গঙ্গাচড়ায় পানির অভাবে পাট নিয়ে বিপাকে কৃষক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : এখনও খাল, পুকুর আর জলাশয়ে নেই পর্যাপ্ত পানি। ফলে মাঠে কেটে রাখা পাট শুকিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে আঁশের গুণগত মান। জলাবদ্ধতার অভাবে সোনালী আঁশ এখন স্তূপ হয়ে পড়ে আছে জমির পাশে, রাস্তাঘাটে, কিংবা খালপাড়ে। জাগ দিতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকরা।

সরেজমিনে উপজেলার সদর, কোলকোন্দ, গজঘন্টা, মর্ণেয়া, নোহালী, লক্ষীটারী ও আলমবিদিতর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা যায়, অনেকেই পাট কেটে জমির পাশে ফেলে রেখেছেন, কেউ কেউ আবার দূরদূরান্তের নদী বা পুকুরে নিয়ে জাগ দিচ্ছেন। এতে অতিরিক্ত অর্থ, সময়, শ্রম ব্যয়ে দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের।

কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামের পাট চাষি আলতাফ বলেন, দুই বিঘা জমির পাট কেটেছেন ৫ দিন হলো। কিন্তু জাগ দেওয়ার মতো পানি নেই। রোদে পাট শুকিয়ে যাচ্ছে। এতে এবার ক্ষতির আশঙ্কা করছেন তিনি। বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর এলাকার কৃষক আব্দুল জলিল জানান, পানি না থাকলে পাট জাগ দেওয়া যায় না। বাধ্য হয়ে অন্যের পুকুরে জায়গা ভাড়া নিয়ে পাট জাগ দিয়েছেন তিনি।

আরও পড়ুন

জানা যায়, চলতি বছর উপজেলায় ২ হাজার ৩শ’ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। এরমধ্যে তোশা জাতের ২ হাজার হেক্টর এবং দেশি জাতের পাট ৩শ’ হেক্টর জমিতে চাষ হয়েছে। কিন্তু জাগ দেওয়ার মতো উপযুক্ত জায়গা তৈরি হয়নি। এতে পাটের আঁশ সঠিকভাবে ছাড়ানো যাচ্ছে না, ফলে ক্ষতির আশঙ্কায় কৃষকরা।

এ বিষয়ে উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, চাষিদের রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা (১০ লিটার পানিতে ২৫০ গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে হয়)। এ পদ্ধতিতে পাট পচালে পাটের আঁশের মান ভালো থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ চলনবিলের হাট-বাজারে মাছ ধরার ফাঁদ চাই বিক্রির ধুম পড়েছে

বগুড়ার শিবগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্বৈরাচার প্রতিরোধ দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিএনপি’র মৌন মিছিল কর্মসূচি পালন

গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো