ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় নিহত ১২

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় নিহত ১২, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ঈসমাইল খানে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত সাতজন পুলিশ নিহত হয়েছেন। এছাড়া এতে অন্তত পাঁচজন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারীও ছিল। দেশটির কর্তৃপক্ষ শনিবার (১১ অক্টোবর) এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে দেশটির একটি পুলিশ প্রশিক্ষণ স্কুলে হামলা হয়। পুলিশ সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ কেন্দ্রে প্রথমে আত্মঘাতী বোমা হামলার পর সশস্ত্র হামলাকারীকে সেখানে ব্যাপক হামলা চালায়। এরপর সেখানে কর্মরত কর্মকর্তা ও হামলাকারীদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ চলে। 

আরও পড়ুন

উপ-পুলিশ সুপার হাফিজ মুহাম্মদ আদনান বলেছেন, সকল হামলাকারীকে নিঃশেষ করা হয়েছে। তিনি বলেন, আনুমানিক রাত সাড়ে ৮টায় সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় নিরাপত্তা বাহিনীর আরও ১৩ জন সদস্য আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। খবর : জিও নিউজ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান