ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ জুন, ২০২৫, ০১:৪৪ দুপুর

রিভিউ নিয়ে ওপেনিং জুটি ভাঙলেন তাইজুল

রিভিউ নিয়ে ওপেনিং জুটি ভাঙলেন তাইজুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : প্রথম সেশনে বাংলাদেশ কোনো উইকেটের দেখা পায়নি। একবার অবশ্য খুব কাছাকাছি গিয়েছিল। তাইজুল ইসলামের রিভিউটা সফল হতে হতেও হয়নি আম্পায়ার্স কলে। তবে মধ্যাহ্ন বিরতির পর রিভিউ নিয়ে সফল হলেন তিনি। ৮৮ রানে ভাঙল লঙ্কানদের ওপেনিং জুটি। বাংলাদেশ পেয়ে গেল প্রথম উইকেটের দেখা।

ইনিংসের ২৪তম ওভারে তাইজুল এসেছিলেন আক্রমণে। তৃতীয় বলটায় ডিফেন্ড করতে চেয়েছিলেন ওপেনার লাহিরু উদারা। তবে হয়নি, তার ব্যাটে আসার আগে বলটা লেগে যায় তার প্যাডে। তাইজুল তাই তোলেন জোরালো এক আবেদন। সে আবেদনে অবশ্য সাড়া দেননি অভিষেক টেস্টে আম্পায়ারিংয়ে দাঁড়ানো প্রাগিথ রাম্বুকভেলা। তাইজুল তাই আবেদনের বিরুদ্ধে রিভিউ করার সিদ্ধান্ত নেন। রিভিউতে দেখা যায় বলটা উদারার ব্যাটে লাগার আগে লেগেছে প্যাডে। এরপর পিচিং, ইমপ্যাক্ট আর হিটিং, তিনটাতেই লাল বাতি জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে বাংলাদেশের ব্রেক থ্রুর বিষয়টা নিশ্চিত হয়ে যায়। লঙ্কানদের ওপেনিং জুটি ভাঙে ৮৮ রানে।

আরও পড়ুন

উদারা অবশ্য এর আগেই ফিরতে পারতেন। অষ্টম ওভারে প্রায় একইভাবে এলবিডব্লিউর আবেদন তুলেছিলেন তাইজুল। সেবারও আম্পায়ার প্রাগিথ রাম্বুকভেলা আউট দেননি। তবে রিভিউতে দেখা যায় বলটা স্টাম্পের মাথা ছুঁয়ে যেত, যা আম্পায়ার্স কলের আওতায় পড়ে। ২১ রানে আউট হতে হতেও তাই বেঁচে যান লাহিরু উদারা। দলীয় ৪৪ রানে তাই রক্ষা পেয়ে যায় লঙ্কানদের ওপেনিং জুটি। যা এবার ভাঙল ৮৮ রানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড

এভারকেয়ার থেকে বিমানবন্দরের পথে ওসমান হাদি