পিএসএল শুরু ২৬ মার্চ
আগামী বছরের ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। পিএসএলের পর্দা নামবে আগামী ৩ মে। এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
পাকিস্তানের ক্রিকেটের সার্বিক উন্নয়নে পিসিবি ও পিএসএল কাজ করছে বলে জানিয়েছেন তিনি। নিউইয়র্কে অনুষ্ঠিত পিএসএল রোডশোতে বক্তব্য দিতে গিয়ে, পিএসএলের দিনক্ষণের কথা জানিয়েছেন তিনি।
নাকভি বলেন, 'খেলোয়াড়দের যথাযথভাবে পুরস্কৃত করলে তাদের মনোবল বাড়ে। তিনি জোর দিয়ে বলেন, ক্রিকেটের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে পিসিবি ও পিএসএল আয়োজকেরা একসঙ্গে কাজ করে যাচ্ছে। পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভা বিপুল। পিএসএলে বিনিয়োগকারীরা অর্থনৈতিকভাবে লাভবানও হচ্ছেন।
এ সময় নাকভির সঙ্গে ওয়াসিম আকরামও ছিলেন। সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার বলেন, 'পিএসএলের সাফল্য একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। এই লিগ একদিকে যেমন ক্রিকেটপ্রেমীদের বিনোদন দেয়, অন্যদিকে স্থানীয় প্রতিভাদের সামনে বড় মঞ্চে উঠে আসার সুযোগ করে দেয়।'
আরও পড়ুনরোডশোতে জাতীয় দলের ছয় ক্রিকেটার—সালমান আলী আঘা, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, সাইম আইয়ুব, শান মাসুদ ও সাউদ শাকিলরাও অংশ নেন। পাশাপাশি উপস্থিত ছিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা এবং পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান নাসির।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








