ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৯ মে, ২০২৫, ০৩:৪১ দুপুর

মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয় মায়ামি’র

মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয় মায়ামি’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। আজ মেজর লিগ সকারে কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে দলটি। ম্যাচে মায়ামির ৪ গোল করেছেন দুই তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। মেসি ২টি, সুয়ারেজও ২টি। মন্ট্রিয়লের বিপক্ষে জয়ের আগে সর্বশেষ চার ম্যাচের দুটিতে হার আর দুটিতে ড্র করেছিল মায়ামি।

চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ২৭তম মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার ঝাঁপিয়েও নাগাল পাননি। পোস্টের পাশ দিয়ে চলে যায় জালে। পুরো ম্যাচে দুই দল মিলিয়ে ৬ গোল করলেও প্রথমার্ধে গোল এই একটিই। দ্বিতীয়ার্ধে গোল-মিছিল শুরু হয় ৬৮তম মিনিটে। মেসির বাড়ানো বল ফাঁকায় পেয়ে গোল করেন সুয়ারেজ। এরপর ৭১ মিনিটে স্কোরলাইন ৩-০-ও বানিয়ে ফেলেন উরুগুইয়ান তারকা। আগের ১৫ ম্যাচের মাত্র একটিতে জেতা মন্ট্রিয়ল প্রথম গোলের দেখা পায় ৭৪ মিনিটে, দান্তেসিলির সৌজন্য। তবে ৮৭ মিনিটে মেসি আরেকটি গোল করলে ব্যবধান বড়ই থাকে মায়ামির পক্ষে। শেষ দিকে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মন্ট্রিয়লের পক্ষে দ্বিতীয় গোল করেন ভিক্টর লুটোরি, যা ব্যবধানই শুধু কমাতে পেরেছে।

আরও পড়ুন

এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ১৬ ম্যাচে ৩৩। আর মন্ট্রিয়ল ১৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে সবার শেষে।
ইন্টার মায়ামির পরের ম্যাচ রোববার কলম্বাসের বিপক্ষে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড

এভারকেয়ার থেকে বিমানবন্দরের পথে ওসমান হাদি