ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৩ মে, ২০২৫, ১০:৩৬ রাত

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নামলো শ্রমিকরা 

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নামলো শ্রমিকরা 

নিউজ ডেস্ক:  গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বন্ধ হয়ে যাওয়া মাহমুদ জিন্স লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা বকেয়া অর্থ পরিশোধের দাবিতে শুক্রবার (২৩ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে। এতে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। 

শ্রমিক ও পুলিশ সদস্যরা জানিয়েছেন, চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেডের শ্রমিকরা সার্ভিস বোনাসসহ অন্যান্য পাওনা অর্থ দেওয়ার দাবিতে সকালে বিক্ষোভ করেন৷ এর একপর্যায়ে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়৷ পরে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে শ্রমিকদের ছাত্রভঙ্গ করে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। 

মাহমুদ জিন্স লিমিটেড সূত্রে জানা গেছে, তাদের কারখানা গত বছরের ১০ অক্টোবর স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। কারখানা বন্ধ হওয়ায় প্রায় ২ হাজার শ্রমিকের কিছু পাওনা বকেয়া আছে। তা সরকারিভাবে নিষ্পত্তি করা হবে৷ 

আরও পড়ুন

মাহমুদ জিন্স লিমিটেডের প্রশাসনিক ব্যবস্থাপক আবু তালেব বলেছেন, শ্রম আইন অনুয়ায়ী গত ১০ অক্টোবর আমাদের কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। শ্রমিকদের পাওনা নিষ্পত্তি হবে শ্রম মন্ত্রণালয়ের অধীনে। কারখানা কর্তৃপক্ষের কিছু করার নেই। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেছেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’