ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

ভারতে পাকিস্তানের পাল্টা হামলা

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ হামলা চালানো হয়। হামলায় এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জবাবে ভারতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘পাকিস্তান বিমান বাহিনী, সেনাবাহিনী ভারতের কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব দিচ্ছে।’
সূত্র আরও জানায়, যেকোনো মূল্যে নিরীহ পাকিস্তানিদের রক্তের প্রতিশোধ নেয়া হবে। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ভারত এখন পর্যন্ত শুধুমাত্র বেসামরিক এবং নিরস্ত্র নাগরিকদেরই লক্ষ্যবস্তু করেছে।
পাকিস্তানের সেনাবাহিনী জোর দিয়ে বলেছে, প্রত্যেক নিরীহ পাকিস্তানির আত্মত্যাগের প্রতিশোধ নেয়া হবে।
এর আগে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছিলেন, আজাদ কাশ্মীরের কোটলি, বাহওয়ালপুর এবং মুজাফ্ফরাবাদে কাপুরুষোচিত হামলা চালিয়েছে ভারত।
এদিকে পাকিস্তানে হামলার তথ্য নিশ্চিত করে ভারতীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সামরিক অবকাঠামোকে নিশানা করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদা পাথর লুটের দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ফেন্সিডিল উদ্ধারসহ ৫ জন  মাদকব্যবসায়ী গ্রেফতার

ডাকসুর ভোটার তালিকা অনলাইনে, নারী শিক্ষার্থীদের নিয়ে বাড়ছে সাইবার বুলিংয়ের ঝুঁকি

নওগাঁর আত্রাইয়ে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা

হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম