ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

সুন্দরবনের ভিতরে অভিযান চালিয়ে অস্ত্রসহ বনদস্যু আটক

সুন্দরবনের ভিতরে অভিযান চালিয়ে অস্ত্রসহ বনদস্যু আটক

নিউজ ডেস্ক:   সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস-সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় মো. বিল্লাল হোসেন (৩৩) নামের এক বনদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। 


রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বনের ভিতরে অভিযান চালিয়ে বিল্লালকে আটক করা হয়। বিল্লাল আনারুল বাহিনীর সদস্য। তার বাড়ি খুলনার কয়রা উপজেলায়।

সোমবার (২৮ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস-সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় বনদস্যু আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের ভেতরে পালিয়ে যায়। পরে বনের ভিতরে অভিযান চালিয়ে মো. বিল্লাল হোসেনকে আটক করা হয়।

আরও পড়ুন


জিজ্ঞাসাবাদে বিল্লাল হোসেন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতির সঙ্গে জড়িত। আনারুল বাহিনীর সদস্যদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন তিনি। 


বিল্লালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে খুলনার দাকোপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধে ৩ দফা দাবিতে বাইকারদের মানববন্ধন | Daily Karatoa

ব্যাটারিচালিত রিকশা বন্ধসহ ৩ দফা দাবিতে মানববন্ধন | Autorickshaw | Daily Karatoa | Biker

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা জাপানের

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন

‘একটা অটোরিকশার গ্যারেজে কিভাবে ১৫০০ থেকে ২০০০ টাকা বিল আসে?’ | Autorickshaw | Daily Karatoa

বগুড়ায় ডিপ্লোমা শিক্ষার্থীদের বি ক্ষো.ভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি | Nursing College | Daily Karatoa