ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৫, ০৩:১০ দুপুর

কৃষ্ণাকে অপেক্ষায় রেখে ভুটান গেলেন সানজিদা-মারিয়ারা

কৃষ্ণাকে অপেক্ষায় রেখে ভুটান গেলেন সানজিদা-মারিয়ারা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভুটানের ন্যাশনাল উইমেন্স লিগে অংশ নিতে আরও পাঁচ বাংলাদেশি নারী ফুটবলার  আজ রোববার সকালে ঢাকায় থেকে রওনা দিয়েছেন। এর আগে ৬ এপ্রিল চার ফুটবলার পাড়ি জমিয়েছিলেন পারো এফসি’র হয়ে খেলতে।  

আজ সকালে যারা ভুটানের রাজধানী থিম্পুতে গেছেন, তারা হলেন-মাসুরা পারভিন, রুপনা চাকমা, সানজিদা আখতার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। এদের মধ্যে মাসুরা ও রুপনা খেলবেন থিম্পু সিটি এফসি’র হয়ে; অন্যদিকে সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে।  এই দলেই সুযোগ পেয়েছেন ফরোয়ার্ড কৃষ্ণা রানি সরকারও। তবে তার ওয়ার্ক পারমিট না হওয়ায় আপাতত যাওয়া হয়নি।  

আরও পড়ুন

এর আগে সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতু পর্ণা চাকমা গিয়েছিলেন পারো এফসি’র হয়ে খেলতে। জাতীয় দলের কোচ পিটার বাটলার ছুটি শেষে ফিরে ৭ এপ্রিল থেকে ক্যাম্প শুরু করলেও ১৮ সিনিয়র ফুটবলারের মধ্যে কেউই এখনও ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেননি। ভুটানের নারী লিগ শুরু হবে ২৫ এপ্রিল, চলবে চার মাস ধরে। বাংলাদেশি ফুটবলারদের অংশগ্রহণে এবার ভুটানের লিগে আলাদা মাত্রা যোগ হতে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড