ভিডিও সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১০ রাত

কুড়িগ্রামের চিলমারীতে ইউড্রেন সংযোগ সড়কে মাটি নেই, ভোগান্তিতে গ্রামবাসী

কুড়িগ্রামের চিলমারীতে ইউড্রেন সংযোগ সড়কে মাটি নেই, ভোগান্তিতে গ্রামবাসী। ছবি : দৈনিক করতোয়া

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে একটি ইউড্রেন নির্মাণের ছয় মাস পেরিয়ে গেলেও সংযোগ সড়কে মাটি ভরাট না করায় ভোগান্তির স্বীকার হচ্ছেন পাঁচগ্রামের বাসিন্দা। জানা গেছে, উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়ার চর মৌজায় নূর ইসলামের বাড়ী সংলগ্ন রাস্তায় ইউড্রেন নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২ লক্ষ টাকা ব্যয়ে ২০২৩-২৪ অর্থ বছরে ইউড্রেনটি নির্মাণ করা হয়েছে।

এতে প্রকল্প চেয়ারম্যান ছিলেন, নয়ারহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসাইন। স্থানীয়রা বলেন, ইউড্রেন নির্মাণ শেষ হলেও রাস্তার সাথে সংযোগ না দেয়ায় ৬ মাস ধরে এই পথে যানবাহন নিয়ে যাতায়াত করা যাচ্ছে না। প্রতিদিন প্রায় সহস্রাধিক মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করাসহ শিক্ষার্থীরা স্কুল ও কলেজে যাতায়াত করে। বর্তমানে ছয় মাস ধরে ইউড্রেনের সাথে রাস্তার সংযোগে মাটি ভরাট না করায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহন ও গ্রামবাসীরা।

ইউপি সদস্য ও প্রকল্প চেয়ারম্যান সানোয়ার হোসাইন বলেন, জুনের আগে কাজ শেষ হয়েছে। কিন্তু এরপর বন্যার কারণে মাটি দেয়া হয় নি। বন্যা-বৃষ্টি নেই এখন মাটি ভরাট করে দেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ঈশ্বরদীতে জামায়াতের লুণ্ঠিত ৯ মোটরসাইকেল জব্দ

সাংবাদিকদের সাথে বগুড়ার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই: নবাগত পুলিশ সুপার | Daily Karatoa

১০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ

নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

হিলি স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত চাল আসায় কমেছে দাম, আমদানির সময় শেষ

অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন শাকিব খান