ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

মুক্ত জ্যাকুলিন

মুক্ত জ্যাকুলিন, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউডের সুন্দরী অভিনেত্রীদের একজন জ্যাকুলিন ফার্নান্দেজ। বর্তমানে সমুদ্র পাড়ে নিজের মতো করে সময় কাটাতে ব্যস্ত তিনি। সেখান থেকে নিজেকে ধরা দিলেন মোহময়ী রূপে। সেই ছবি ইতিমধ্যে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি সমুদ্রের তীর থেকে চমৎকার কিছু মুহূর্ত অনুরাগীদের কাছে ভাগ করে নিয়েছেন জ্যাকুলিন। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সাদা শর্ট ড্রেসে ধরা দিয়েছেন জ্যাকুলিন। সেই ছবিগুলো রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। অভিনেত্রী ছবিগুলো শেয়ার করে বেশকিছু ইমোজিও যোগ করেন। আসলে দীর্ঘ সময় বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞায় ছিলেন এ অভিনেত্রী। সুকেশের অর্থ আত্মসাৎ মামলায় নাম জড়ানোর কারণে ছিল এই নিষেধাজ্ঞা।

তবে সম্প্রতি বিদেশ যাওয়ার অনুমতি পেয়েই যেন মুক্ত আকাশে উড়ছেন জ্যাকুলিন। প্রসঙ্গত, শ্রীলঙ্কান মডেল জ্যাকুলিন ২০০৯ সালে সুজয় ঘোষের অ্যাকশন কমেডি ছবি ‘আলাদিন’ দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত এবং রীতেশ দেশমুখ। এরপর ২০১০ সালের কমেডি ছবি ‘হাউজফুল’-এ ‘আপকা ক্যায়া হোগা’ নামে একটি আইটেম গানে অভিনয় করেন। এরপর অনেক ছবিতে অভিনয় করেন তিনি। ৩-র মতো ছবিতে দেখা গিয়েছে। সর্বশেষ ২০২৩ সালে ‘সেলফি’ ছবির ‘দিওয়ানে’ গানে দেখা যায় তাকে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

গাজায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় নিহত পাঁচ ইসরায়েলি সেনা

হাসপাতালে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের 

বিএনপি কার্যালয়ে চীনা রাষ্ট্রদূত

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ১১ মাসে ২৬ কোটি টাকার প্রতারণা

ডিপজলের বিরুদ্ধে মামলা