ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ছাত্রলীগ নেতা 

ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ছাত্রলীগ নেতা 

নিউজ ডেস্ক:  বেনাপোল চেকপোস্ট থেকে সজীব হালদার (২৯) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিজিবি।

বুধবার (৭ আগস্ট) দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

সজীব হালদার ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি ওই এলাকার সুনীল হালদারের ছেলে।

সূত্র জানায়, বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় সজীব হালদার বলেন, তিনি একটি কসমেটিকসের দোকানে চাকরি করেন। চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন। পরে তার ফোন ঘেঁটে জানা যায়, সজীব বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মাহাবুবুর রহমান বলেন, ‘সজীব হালদারকে চেকপোস্ট থেকে বেনাপোল সদর কোম্পানিতে এনে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

এদিকে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে ৪৯ ও ২১ বিজিবি। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল। বন্দর এলাকাসহ স্থল ও রেলপথে নজরদারি বাড়ানো হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্তজুড়ে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধি বা নেতা যাতে অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারেন, সেজন্য কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আযহারুল ইসলাম জানান, ভারত থেকে সীমিত পরিসরে যাত্রী আসছেন এবং বাংলাদেশ থেকে মেডিকেল ভিসায় সীমিত পরিসরে যাত্রীরা যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা