ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’ 

শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’, ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শেষ হয়েছে।এর আগে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। সকাল সাড়ে ১০ টার দিকে আনন্দ শোভাযাত্রাটি চারুকলা অনুষদে গিয়ে পুনরায় শেষ হয়।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।এবারের আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য ছিলো ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। শোভাযাত্রায় এ বছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন।

আরও পড়ুন

এছাড়া এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় রয়েছে ৭টি বড় মোটিফ, ৭টি মাঝারি মোটিফ এবং ৭টি ছোট মোটিফ। বাংলাদেশ পুলিশের ১৮টি ইন্ডিয়ান হরিয়ানা ঘোড়া আনা হয়।দেশের মানুষের পাশাপাশি শোভাযাত্রায় বিদেশিরাও অংশ নেন। শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি ছিলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী

কালীগঞ্জে জমি বিরোধে হাতুড়ি পেটা ও পেরেক মেরে হত্যা 

সিরাজগঞ্জের কাজিপুরে ট্রেডমার্ক নকল করে শিশুখাদ্য তৈরি, অর্ধলক্ষ টাকা জরিমানা

ঢাকাসহ ১২ জেলায় বজ্রপাতসহ ঝড়ের আশঙ্কা 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ১

সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ