ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে পানির অভাবে আমন আবাদ ব্যাহত

দিনাজপুরের ঘোড়াঘাটে পানির অভাবে আমন আবাদ ব্যাহত, ছবি : দৈনিক করতোয়া

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে শ্রাবণ মাসে কাঙ্খিত বৃষ্টিপাত না হওয়ায় রোপা-আমন চাষাবাদে বিরূপ প্রভাব পরেছে। ভরা মৌসুমেও কৃষকরা ধানের চারা রোপণ করতে না পারায় অনেকেই সেচ যন্ত্রের মাধ্যমে জমিতে পানি নিয়ে চারা লাগানোর কাজ করছে।

এদিকে প্রখর রোদে বীজতলা নষ্ট ও জমিতে লাগানো চারা পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। অনেকে রাস্তার ধারের খাল থেকে সেচ যন্ত্রের মাধ্যমে পানি সেচ দিয়ে জমিতে চারা রোপণ করছে। আবার অনেকে গভীর নলকূপের পানি নিয়ে কাজ শুরু করেছে। উপজেলা কৃষি বিভাগে সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৫শ’ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান জানান, এ পর্যন্ত ঘোড়াঘাট উপজেলায় ৫০ ভাগ জমিতে আমন চারা রোপণ করা হয়েছে। পানির অভাবে বাকি জমিতে আমন রোপণের কাজ ব্যাহত হচ্ছে। তিনি জানান, সেচ যন্ত্র চালু করে জমিতে পানি সেচ দেওয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও সেচ পাম্প মালিকদের তাগাদা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, এখনই আমন চারা রোপনের উপযুক্ত সময়। জমিতে পানি না থাকলে সম্পূরক সেচ দিয়ে চারা লাগানোই উত্তম। বৃষ্টির অপেক্ষায় থেকে চারার বয়স বেশি হয়ে গেলে ফলন বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার