ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

শিক্ষার্থীদের আর রাস্তায় নামতে দেওয়া হবে না

শিক্ষার্থীদের আর রাস্তায় নামতে দেওয়া হবে না

নিউজ ডেস্ক: আগামীকাল (বুধবার) আর ছাত্রদের রাস্তায় নামতে দেওয়া হবে না বলে জানিয়েছেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে নগরীর শিববাড়ি চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জমায়েত ভেঙে দিয়ে একথা বলেন তিনি।

কেএমপি কমিশনার বলেন, তাদের সব দাবি সরকার মেনে নিয়েছে, তাহলে কেন আবার তারা রাস্তায় আসবে? এরপর রাস্তায় এলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

তিনি আরও বলেন,‘এখন স্কুল-কলেজ বন্ধ কিন্তু ছাত্রছাত্রীরা এখানে এসেছে। আমরা সহজে তাদের চিনতে পারি নি। কারণ তারা স্কুল-কলেজের পোশাকে ছিল না। স্কুল-কলেজের পোশাকে থাকলে তাদের জড়ো হওয়ার কোনো সুযোগ পুলিশ দিতো না।’

আরও পড়ুন

কমিশনার বলেন, ‘এখানে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্ররাও ছিল। যে কারণে আমরা একটু সময় নিয়েছি তাদের সরে যাওয়ার জন্য। তাদের দাবি যা ছিল তার চেয়ে বেশি পেয়েছে। যে কারণে ভবিষ্যতে খুলনায় এ ধরনের কোনো সমাবেশ মেনে নেওয়া হবে না।’

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা শিববাড়ি চত্বরে প্রবেশ করেন। এসময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন তারা। পরে পৌনে ২টার দিকে তারা শিববাড়ি মোড় ত্যাগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমের সর্বোচ্চ তাপপ্রবাহে পুড়ছে বগুড়াসহ সারাদেশ

আ’লীগের নিষিদ্ধের দাবিতে অনড়, আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না 

বগুড়ার সোনাতলায় গাছ উপড়ে ফেলার অভিযোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‘শাহবাগে খালেদা জিয়াকে চায় সারা বাংলাদেশ’

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার চার

আ. লীগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে নাহিদের হুঁশিয়ারি ; ‘মার্চ টু ঢাকা’র ডাক