ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা

একটি মাত্র টেস্টের পর ‍ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল আয়ারল্যান্ডের। তবে নভেম্বরে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এর আগে ঢাকায় ১১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

বাংলাদেশ-আয়ারল্যান্ডের আসন্ন দুই টেস্টের সিরিজ শুরু হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। ১১ নভেম্বর প্রথম টেস্টের পর ১৯ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এর আগে আইরিশরা দ্বিতীয় টেস্টের বদলে ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে সরে এসে কেবল দুটি টেস্টই হতে যাচ্ছে।

এদিকে, সব ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচটি হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি এই মাইলফলক গড়বেন।

আরও পড়ুন

সাদা পোশাকে আগে থেকেই বাংলাদেশের সর্বোচ্চ ম্যাচ খেলুড়ে ক্রিকেটার মুশফিক। এখন পর্যন্ত অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার ৯৮টি টেস্ট খেলেছেন। ফলে টাইগার ক্রিকেটারদের মধ্যে একমাত্র শততম টেস্ট ম্যাচের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিক। এর আগে ইংল্যান্ডের লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে ২০০৫ সালে টেস্টে তার অভিষেক হয়েছিল। ওই ভেন্যুতে তিনিই ছিলেন শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট খেলুড়ে ক্রিকেটার।

সর্বাধিক ম্যাচের মতো টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানও এসেছে মুশফিকের ব্যাটে। ৯৮ ম্যাচে ৩৮.১২ গড়ে তিনি ৬৩২৮ রান করেছেন। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার অপরাজিত করা ২১৯ রান টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত ১২টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরি করেছেন মুশফিক। রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরিও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর গুজবে বিব্রত মিশা সওদাগর

বাগেরহাটে তৃতীয় দিনের মতো নির্বাচন অফিস ঘেরাও

রূপগঞ্জে এসিআই লবণ কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

বন্ধ করে দেওয়া হবে মণিহার সিনেমা হল

মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাবি ক্যাম্পাস সাংবাদিকরা সবসময় তাদের কলম উঁচু রেখেছে — ডাকসু ভিপি সাদিক