ভিডিও শুক্রবার, ২০ জুন ২০২৫

বাংলা ব্লকেডে

পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করে সড়ক অবরোধ শাবিপ্রবি শিক্ষার্থীদের

মহাসড়ক অবরোধ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মিছিল বের করে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করতে গেলে পুলিশের বাধাঁর সম্মুখীন হয় শিক্ষার্থীরা। 

এ সময় কয়েকজন শিক্ষার্থীর উপর পুলিশের লাঠিচার্জ করতেও দেখা যায়। পুলিশের ব্যাপক বাঁধা উপেক্ষা করে জোর করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে নেয় শিক্ষার্থীরা। 

আন্দোলনকারী শিক্ষার্থী ও শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, "আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। পুলিশ বাঁধা দিয়েছে। আমাদের আঘাত করেছে। আমরা আঘাতপ্রাপ্ত হয়েও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি মানতেই হবে। না হলে আন্দোলন চলবে।"

আরও পড়ুন

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল বলেন, আমরা বরাবরের মতোই শান্তিপূর্ণভাবে কোটা সংস্কার আন্দোলনে রাস্তায় জমায়েত  হতে চাইলে পুলিশ আমাদেরকে বাঁধা দেন এবং কয়েকজনের উপরে লাঠিচার্জ করেন। তিনি আরো বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এসব পুলিশি বাঁধায়  কোন কাজ হবে না আমাদের অধিকার আদায়ের আন্দোলন করেই যাব। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন,  জন দুর্ভোগ এড়াতে পুলিশ শিক্ষার্থীদেরকে রাস্তা অবরোধ করতে বাঁধা দেয়। এসময় শিক্ষার্থীরা জোর করে রাস্তা দখল করে নিতে চাইলে পুলিশ শিক্ষার্থীদেরকে বাঁধা দেন । তবে এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলেও তিনি জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার 

যশোরে করোনায় নারীর মৃত্যু

কানাডায় কনসার্ট করতে যাচ্ছে অ্যাশেজ

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভঙন; ডুবে গেছে ৬ গ্রাম 

লালমনিরহাট সীমান্তে পাল্টাপাল্টি আটকের ঘটনায় পতাকা বৈঠক আটক নাগরিকদের ফেরত

ঠাকুরগাঁও সীমান্তে এক মাসে ৭২ জনকে পুশইন