রংপুরের পীরগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে নিখোঁজের ১২ ঘন্টা পর মোতাল্লেব (১৪) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার চতরা ইউনিয়নের প্রত্যন্ত পল্লী কুয়েতপুর মাটিয়ালপাড়ায় ঘটনাটি ঘটে। আজ বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
ইউপি সদস্য গোল্লাসহ স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর মাটিয়ালপাড়ার দিনমজুর রাজা মিয়ার ছেলে মোতাল্লেব নিখোঁজ হয়। সে ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্র। নিখোঁজের পর থেকে স্বজনরা তাকে খুঁজতে থাকে।
আরও পড়ুনআজ বুধবার (১০ জুলাই) সকাল ৭টায় করতোয়া নদীর চরে ঘাস কাটতে গিয়ে ঝোপের ভেতর তালগাছের নিচে লাশ দেখতে পায় গ্রামের এক ব্যক্তি। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। ওসি আনোয়ারুল ইসলাম জানান, ময়না তদন্তের পর ঘটনার সবকিছু স্পষ্ট হবে।
মন্তব্য করুন