ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে, দিনে-দুপুরে ডাকাতি

জয়পুরহাটের কালাইয়ে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে, দিনে-দুপুরে ডাকাতি, প্রতীকী ছবি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলার ভেরেন্ডি গ্রামে দিনের বেলায় পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে ওই গ্রামের বাবু মিয়ার বাড়িতে। ডাকাতরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির ভিতরে ঢুকে বাড়ির লোকজনদের ভয়ভীতি দেখিয়ে আলমারির ভিতরে থাকা তিন ভরি স্বর্ণ ও ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

স্থানীয় ও বাড়ির লোকজন জানান, আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা দেড়টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন লোক বাড়ির গেটে আসে। তারা নিজেকে পুলিশ পরিচয় দেয়। এরপর তারা হাতে হ্যান্ডকাপ নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। এসময় বাড়ির সকল সদস্যদের একত্রিত করে ঘরের ভেতরে মাদক আছে বলে ভয়ভীতি দেখায় এবং চিৎকার করতে নিষেধ করে।

এরপর তারা তল্লাশীর নামে আলমারির ড্রয়ার থেকে তিন ভরি স্বর্ণ ও ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর বাড়ির লোকজন ঘরের ভেতরে ঢুকে স্বর্ণ ও টাকা নিয়ে যাওয়ার বিষয় জানতে পারেন। এরপর তারা পুলিশে খবর দেন।

বাড়ির গৃহকর্তা বাবু মিয়া বলেন, ‘আমার বাবা টুকটাক নেশা করেন। সে কারণে আগেও কয়েকবার পুলিশ বাড়িতে আসে। আজও তাই ধারনা করা হয়। তাদের দেখে বোঝার কোনো উপায় নেই যে, তারা ডাকাত নয়। তাদের হাতে হ্যান্ডকাপও ছিল।

আরও পড়ুন

ডাকাতরা যাওয়ার পর ঘরের ভেতরে ঢুকে দেখি আমার স্ত্রীর তিন ভরি স্বর্ণ ও ৮০ হাজার টাকা নিয়ে গেছে। তিনি আরও বলেন, বাহিরে একটি দোকানে সিসি ক্যামেরা আছে, সেখানে তাদের ছবি দেখা যাচ্ছে। পুলিশ তদন্ত করলে তাদের শনাক্ত করতে পারবে।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। শনাক্তের পর জড়িতদের গ্রেপ্তারসহ মালমাল উদ্ধারের চেষ্টা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ শুরু 

আরপিও সংশোধন নিয়ে বৈঠকে বসেছে ইসি

দেশের অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকেরা প্রয়োজনে জীবন দেবে : বিজিবি ডিজি

চতুর্থ দিনে শিক্ষার্থীদের কর্মসূচী ‘বাংলা ব্লকেড’