বগুড়ায়
বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ব্যানারে সবজি বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ব্যানারে গতকাল মঙ্গলবার থেকে বগুড়ায় স্বল্প পরিসরে কম মূল্যে সবজি বিক্রি শুরু হয়েছে। শহরের সাতমাথায় ট্রাফিক বক্সের সামনে আলু, পেঁয়াজ, মরিচ ছাড়াও পটল, মিষ্টিকুমড়া, বরবটি, বেগুন, করলা, পেঁপে, মূলা ও লাউ বিক্রি শুরু করা হয়েছে।
প্রথম দিন সব ধরনের সবজি না থাকায় ক্রেতার সংখ্যা ছিল খুবই কম। বিশেষ করে আলু, পেঁয়াজ, কাঁচামরিচের মতো অতিগুরুত্বপূর্ণ সবজি খুঁজেছেন ক্রেতারা।
আরও পড়ুনপ্রতিটি সবজির সাথে মূল্য লেখা থাকায় ক্রেতাদের দরদাম করতে হয়নি। পটল ও বরবটি প্রতিকেজি ৪০ টাকা, মিষ্টিকুমড়া, বেগুন ও করলা ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
মন্তব্য করুন