ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

নরসিংদীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নরসিংদীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে হানিফ মিয়া (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগাহের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত হানিফ পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদেরের ছেলে।

নিহতের মা সায়েরা বেগম ও স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রতিবেশী একজনের জানাজায় অংশ নেওয়ার জন্য পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগাহে যান হানিফ। জানাজা শেষে বাড়ি ফেরার পথে বেলা আড়াইটার দিকে ঈদগাহের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন

স্বজনদের অভিযোগ, ঈদগাহের সামনে হানিফকে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারই মামাতো ভাই নাঈম ও নাদিম। এ সময় মাটিতে লুটিয়ে পড়লে ছুরি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডে জড়িত নাঈম ও নাদিম ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে। পারিবারিক বিরোধের জেরে দেড় মাস আগে হানিফ তার মামা হাবিব উল্লাহকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন। বাবার হত্যার প্রতিশোধ নিতে হানিফকে মামাতো ভাইয়েরা হত্যা করেছে বলে ধারণা পুলিশের। 

নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে বিকাল ৪টার দিকে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা