ভিডিও

খাটের নিচে মিললো শিশুর মরদেহ, সৎ মা আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ১০:২৫ রাত
আপডেট: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ১০:২৫ রাত
আমাদেরকে ফলো করুন

বাগেরহাটের চিতলমারীতে বসতঘরের খাটের (চৌকির) নিচ থেকে খাদিজা আক্তার নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামে শিশুর নিজ বাড়িতে ওই হত্যার ঘটনা ঘটে।

নিহত শিশু খাদিজা চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের তুহিন শেখের মেয়ে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত খাদিজার সৎ মা আয়শা খাতুনকে (২৩) আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানান, খাদিজার আপন মা দেড় বছর আগে অন্যত্র গিয়ে বিয়ে করেছেন। মাস খানেক আগে তার বাবা তুহিন শেখ আয়শা খাতুনকে বিয়ে করেছেন। বিয়ের এক মাসের মাথায় খাদিজার মরদেহ উদ্ধার করল পুলিশ।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাটের নিচ থেকে খাদিজার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা আয়শা খাতুনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS