ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আজ বিকেল ৫টা পর্যন্ত অফিস 

আজ বিকেল ৫টা পর্যন্ত অফিস 

আজ বুধবার (৩১ জুলাই) থেকে সরকারি অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত চলবে। গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে সরকারি অফিস স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। সেইসঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানান। তিনি বলেন, ‘বুধবার থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকগুলো দাফতরিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে ৬টা পর্যন্ত।

আরও পড়ুন

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গত ২১, ২২ ও ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে গত ২৪ জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে স্বস্তিকা

গাজায় গণহত্যা চালাতে ‘ক্ষুধা’কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চাই: ট্রাম্প

এবার নিজের নামে সুগন্ধি আনলেন ট্রাম্প

পাবনায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩