ভিডিও বুধবার, ১৮ জুন ২০২৫

আজ বিকেল ৫টা পর্যন্ত অফিস 

আজ বিকেল ৫টা পর্যন্ত অফিস 

আজ বুধবার (৩১ জুলাই) থেকে সরকারি অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত চলবে। গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে সরকারি অফিস স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। সেইসঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানান। তিনি বলেন, ‘বুধবার থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকগুলো দাফতরিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে ৬টা পর্যন্ত।

আরও পড়ুন

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গত ২১, ২২ ও ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে গত ২৪ জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় চলছে ভাঙা রেললাইনের মেরামতের কাজ

তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা টিপু সুলতান গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জ্বালানি তেলের মজুত বাড়াচ্ছে চীন

বগুড়ার ধুনটে এমপি’র গাড়িতে ককটেল হামলা মামলায় ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার ১