বিএনপির বিশাল নির্বাচনি জনসভায়
বিএনপি ছাড়া দেশ পরিচালনার অভিজ্ঞতা আর কারো নেই : সিরাজগঞ্জে তারেক রহমান
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ছাড়া সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা আর কারো নেই। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে হয়। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিবেদিত হতে হবে। যাতে এই দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনি বিশাল জনসভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, বিশেষ করে এমূহুর্তে কৃষকদের পাশে দাঁড়ানো জরুরি। তারা প্রতিনিয়ত কষ্টের মধ্যদিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাও আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, সামনে আমাদের অনেক কাজ করতে হবে। যদি দেশের ২০ কোটি মানুষকে একসাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিরাজগঞ্জ ও পাবনার ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। যুবকদের দক্ষ করে তোলার জন্য আইটি সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তারেক রহমান আরো বলেন, আমরা যদি তাঁত বা লুঙ্গির কথা বলি, তাহলে চোখের সামনে ভেসে উঠে সিরাজগঞ্জ ও পাবনা এলাকা। এই এলাকার মানুষ তাঁতশিল্পের সাথে জড়িত। ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতশিল্পের উৎপাদিত পণ্য সারাবিশ্বে ছড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ৫ আগস্ট আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে। অনেকেই আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে।
দেখা মাত্র বলবেন, ‘গুপ্ত তোমরা’। কারণ গত ১৬ বছর তাদের আমরা দেখিনি। ৫ আগস্ট যারা পালিয়েছে, তারা তলে তলে মিশে ছিল। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায়আরও বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য পদপপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জ ও পাবনা আসনের বিএনপি মনোনীত ধানের শীষেরর প্রার্থীরা।
আরও পড়ুনএ সময় তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। সভা শেষে সিরাজগঞ্জ ও পাবনা আসনের এমপি পদপ্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন তারেক রহমানর। সমাবেশে জেলা, উপজেলা, ইউনিয়নের নেতাকর্মীরাসহ লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে জনসভা শেষে তারেক রহমান টাঙ্গাইলে নির্বাচনি জনসভায় যোগ দেয়ার উদ্দেশ্যে রইনা দেন।
এদিকে সকাল থেকেই সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক সমাবেশে যোগ দেন। বেলা ১২টার মধ্যেই সমাবেশস্থল এবং আশপাশের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সমাবেশে জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও সার্বিক নিরাপত্তায় আইনশশৃখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও তার অঙ্গসংগঠনের সাতশতাধিক স্বেচ্ছাসেবী মাঠে ছিলেন।
এছাড়া মঞ্চের দুই পাশে ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছিলো। সমাবেশে জেলার ছয়টি সংসদীয় আসনের কর্মীরা বিভিন্ন রঙের পোশাক ও টুপি পরে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক এলাকায় প্রবেশ করেন।
মন্তব্য করুন





_medium_1769876037.jpg)

