দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির অফিসে জামায়াতের হামলার অভিযোগ
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে জামায়াতের বিরুদ্ধে হামলা করার অভিযোগ উঠেছে। ঘটনা টি ঘটেছে আজ শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পুটিমারা ইউনিয়নের দলারদরগা বাজারে। উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম জানান আজ শনিবার (৩১ জানুয়ারি) বাদ মাগরিব জামায়াতের একটি মিছিল বের করা হয়।
মিছিল শেষে তারা বাজারে বিএনপির নির্বাচনী অফিসে হামলা করে চেয়ার টেবিল এলোমেলো করে এবং অফিসে বসে থাকা পুটিমারা ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আলিম ও সাধারণ সম্পাদক রাইসুল ইসলামকে মারধর সহ তাদের পরিধেয় বস্ত্র ছিড়ে ফেলে।
আরও পড়ুনছিঁড়ে ফেলা হয় ব্যানার পোস্টার। এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমির মাও: আবুল কাশেম জানান আমরা মিছিল শেষে সমাপনী বক্তব্য দেয়ার জন্য এক জায়গায় মিলিত হই। সেখানে বিএনপির অফিস ছিল সেটা তার জানা ছিল না। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেখানে কোন ভাংচুরের ঘটনা ঘটেনি। তবে ছেলেদের মধ্যে কিছু ধাক্কা ধাক্কি হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য করুন



_medium_1769876037.jpg)



