ভাঙ্গায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় ১৪ গ্রামবাসীর তুমুল সংঘর্ষে আহত ৫০
ফরিদপুরের ভাঙ্গায় একটি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ১৪টি গ্রামের বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে অন্তত ৫০ জন আহত হন। প্রায় ৩ ঘণ্টা ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অবরুদ্ধ হয়ে পড়েন।
আজ শনিবার (৩১ জানুয়ারি) এই দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। সংঘর্ষের কারণে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ডের দুই পাশে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। তীব্র যানজটে সড়কে দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন।
স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গার ব্রাহ্মনকান্দা আব্দুল শরীফ একাডেমিতে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. এনামুল কবির পাশের হামিরদী ইউনিয়নের ১০ গ্ৰামের গণ্যমান্য ব্যক্তিদের অনুষ্ঠানে দাওয়াত দেননি। এতে ইউনিয়নের কয়েকটি গ্ৰামের শিক্ষার্থী ও অভিভাবকদের ভেতরে ক্ষোভ সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে দশম শ্রেণীর শিক্ষার্থী তামিমকে (১৫) মেরে আহত করে কিছু বখাটে ছেলেরা। এ খবর তামিমের এলাকা মানিকদাহ ইউনিয়নের ৪ গ্ৰামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত মানুষ সড়কে নেমে আসে। পাল্টা জবাবে হামিরদী ইউনিয়নের মৌজার ১০ গ্ৰামের হাজার হাজার মানুষ ও সড়কের অন্য প্রান্তে অবস্থান নেয়। উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ।
আরও পড়ুনপ্রায় তিন ঘণ্টা পর স্থানীয় এলাকাবাসী এবং পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সন্ধ্যার দিতে ভাঙ্গা থানা পুলিশ ওই স্কুলের প্রধান শিক্ষকসহ অবরুদ্ধ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্ধার করে।
ভাঙ্গা থানার ওসি আব্দুল আলীম জানান, ব্রাহ্মমকান্দা আবুল শরীফ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে চলাকালে গ্ৰামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। সন্ধ্যার আগেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অবরুদ্ধ শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশ নিরাপদে পৌঁছে দিতে সহায়তা করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





