দুনিয়ার কল্যাণে ও আখিরাতের কল্যাণে জামায়াতকে নির্বাচিত করতে হবে : অধ্যাপক মুজিবুর রহমান
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশের অর্থলুন্ঠন ও পাচারকারীর কাছ থেকে লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে আনতে হলে জামায়াতসহ ১১ দলীয় জোটের বিকল্প নেই।
তিনি আরও বলেন, দুনিয়ার কল্যাণে ও আখিরাতের কল্যাণের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট প্রদানের পাশাপাশি জামায়াত মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীসহ সকলকে এগিয়ে আসতে হবে। জুলাই আন্দোলনের সুফল পেতে হলে জামায়াত সহ ১১ দলীয় জোটকে সরকার গঠনের সুযোগ দানে সকল শ্রেণির জনগণকে এগিয়ে আসতে হবে।
আরও পড়ুনগতকাল শনিবার বেলা ১১টায় ক্ষেতলাল পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। জয়পুরহাট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এড. মামুনুর রশিদ, তারবিয়াত সেক্রেটারী মাও. মাহমুদুল হাসান, জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান, ক্ষেতলাল উপজেলা জামায়াতে আমির অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, সেক্রেটারী শামীম হোসেন, পৌর আমির আব্দুস সামাদ, সেক্রেটারী আব্দুল খালেক, বগুড়া জেলা শিবির নেতা শফিকুল ইসলাম, কালাই উপজেলার জামায়াতের আমির মাওঃ মুনছুর রহমান, সেক্রেটারী আব্দুল আলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের জয়পুরহাট জেলা নেতা আনোয়ার হোসেন, খেলাফত মজলিস নেতা কামরুজ্জামান, এবি পার্টির নেতা সুলতান মাহমুদ ও এস এস এ জাহিদ, এনসিপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম কবীর প্রমুখ।
মন্তব্য করুন







