ভিডিও শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:১৪ রাত

বগুড়ার শেরপুর-ধুনট আসনে আবারো ধানের শীষকে বিজয়ী করুন : তারেক রহমান

বগুড়ার শেরপুর-ধুনট আসনে আবারো ধানের শীষকে বিজয়ী করুন : তারেক রহমান। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : উত্তরবঙ্গ সফরের শেষ প্রান্তে সিরাজগঞ্জে যাওয়ার পথে বগুড়ার শেরপুরে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আসতে পেরে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি।

বিগত সংসদ নির্বাচনগুলোতে বগুড়ায় ধানের শীষের বিজয় হয়েছে। আপনারা শেরপুর-ধুনটে বারবার ধানের শীষকে বিজয়ী করেছেন, আশাকরছি এবারো বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষ’এ ভোট দিয়ে বিজয়ী করবেন।

তিনি আরও বলেন সারা দেশের মানুষ জানে বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি। আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দেবেন যে বগুড়া কেবল বিএনপির ঘাঁটিই নয়, এটি বিএনপির এক শক্ত ঘাঁটি।

গতকাল শনিবার বেলা ২টায় শেরপুর পৌরশহরের ধুনট রোড মোড়ে ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী পথসভা উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ধুনটমোড় ও এর আশপাশের এলাকায় হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। মহাসড়কের দুই পাশে দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন তারেক রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, সাধারণ সম্পাদক ভিপি পাশা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, ধুনট পৌরসভার সাবেক মেয়র আলিমুদ্দিন মন্ডল হারুন, জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কলিংস, ছাত্রদল নেতা আরমান, প্রান্ত প্রমুখ।

উপজেলার কলেজ রোড থেকে শেরুয়া বটতলা পর্যন্ত পুরো যাত্রাপথে ধানের শীষের সমর্থক ও সাধারণ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে অভ্যর্থনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ের মাধ্যমে জামায়াতের বিজয় শুরু,সংসদে চূড়ান্ত বিজয় হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

ভাঙ্গায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় ১৪ গ্রামবাসীর তুমুল সংঘর্ষে আহত ৫০

বগুড়ার শেরপুর-ধুনট আসনে আবারো ধানের শীষকে বিজয়ী করুন : তারেক রহমান

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে জামায়াতের প্রধান কাজ : আবিদুর রহমান সোহেল

বগুড়া মানুষ হিসাবে তারেক রহমানকে নির্বাচিত করা আমাদের দায়িত্ব : ভিপি সাইফুল