‘আজকে আমি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার এক পর্যায়ে এক শহীদের মা আমাকে আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরেন। আমি তো তাকে ছুড়ে মারতে পারি না। শহীদের মা তো জাতির মা, আমার মা। কিন্তু এক শ্রেণির ইতর এটা নিয়ে বুলিং শুরু করেছে।
তাদের ঘরে কি মা বোন নেই।’
শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ঘিরে সমালোচনার জবাবে এসব কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সামাজিক মাধ্যমে চলমান সমালোচনার জবাব দেন তিনি।
এর আগে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় ফেনীতে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ স্থানে পৃথক বসার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন
শুক্রবার সকালে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বক্তব্য শেষে জামায়াত আমির শহিদ পরিবার ও আহতদের খোঁজখবর নিতে তাদের কাছে যান। এ সময় এক শহীদ জননী ডা. শফিকুর রহমানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। এতে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
আশপাশে উপস্থিত জামায়াতের নেতাকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্য শহীদ জননী ও স্বজনরাও কান্নায় ভেঙে পড়েন।