‘ডাল মে কুচ কালা হ্যায়’: জামায়াতকে কটাক্ষ চরমোনাই পীরের
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আপনারা দেখেছেন জামায়াতের মুখে এক কথা, কাজে আরেক। তারা আমাদের সামনে এক কথা বলে, আর গোপনে ভারত ও আমেরিকার সঙ্গে বৈঠক করে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই—বৈঠক হতেই পারে, কিন্তু গোপন কেন? এই গোপনীয়তার মধ্যেই ‘ডাল মে কুচ কালা হ্যায়’। এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। ধোঁকা দিয়ে আমাদের আর বিভ্রান্ত করা যাবে না। আমরা একা হয়ে যাইনি; আমাদের সঙ্গে আল্লাহ আছেন, উলামায়ে কেরাম ও দেশের জনগণ আছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, ইসলামের নীতি ও আদর্শের ওপর অবিচল থাকলে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি মিলবে। আমরা যখন দেখলাম জামায়াত সমঝোতার মাধ্যমে নেতৃত্বের ক্ষমতা নিয়ে নিল এবং তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করতে চায়, তখন আমরা কঠিন সিদ্ধান্ত নিলাম। বাংলার জমিনে ইসলামকে সমুন্নত রাখতে এবং মানবতা রক্ষায় আমরা ঘোষণা দিয়েছি যে—ইসলামী আন্দোলন ‘হাতপাখা’ প্রতীক নিয়ে একাই নির্বাচন করবে। আমরা বাংলাদেশকে পরিবর্তন করে একটি সোনার দেশে পরিণত করব।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







