নির্বাচন ঘনিয়ে আসার সাথে সহিংসতা ও সংঘর্ষের কারণে দেশের মানুষ উৎকন্ঠায় : রংপুরে জিএম কাদের
রংপুর প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসার সাথে সহিংসতা ও সংঘর্ষে দেশের মানুষ উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। বিভিন্ন দিক থেকে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য ভয়-ভীতি ও শক্তি প্রদর্শন করা হচ্ছে।
এই শক্তি প্রদর্শনের মাঝে কখনই সঠিক ও শান্তিপূর্ণ নির্বাচন হবে না। দেশে কে কাকে হানাহানি করবে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমাঝোতা থাকলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকতো। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে নির্বাচনি এলাকায় প্রচারণার উদ্দেশ্যে রংপুরে এসে নগরীর সেনপাড়াস্থ নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, দেশে চলমান নির্বাচনকে অবাধ, সুষ্ঠু বলা যাবে না। একটি বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে। সকল দলের সমান সুযোগ নিশ্চিত না হওয়ায় নির্বাচন অবাধ, সুষ্ঠু হচ্ছে না। অপরদিকে দুটি দল দেশে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, সেই সুযোগ আমরা পাচ্ছি না। নেতাকর্মী ও প্রার্থী নয়, ভোটারদেরও ভোট না দিতে আসার হুমকি দেয়া হচ্ছে। কাজেই এ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
তিনি বলেন, কয়েকদিন আগে দু-একজন আবারও দাবি তুলেছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন। যেটা সম্পূর্ণ নির্বাচনকালীন নিরপেক্ষ থাকবে। এরকম পরিবেশ থাকলে সুন্দর নির্বাচন হবে।
আরও পড়ুননা হলে একতরফাভাবে ফল ঘোষণা হলে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে না। দেশে সংঘর্ষ বেড়ে যাবে। রাজনৈতিক, সামাজিক স্থিতিশীলতা না থাকলে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না। আমরা মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। যেখাবে বাধা পাচ্ছি, সেখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
জিএম কাদের বলেন, দেশে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হচ্ছে এবং নৃশংসভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। মব তৈরি করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়া হচ্ছে, মিল ফ্যাক্টরি ভেঙে দেয়া হচ্ছে, মানুষকে বেইজ্জতি করা হচ্ছে, মেরে মানুষকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেয়ার ভয় দেখানো হচ্ছে। এর থেকে মুক্তি চাইলে গণভোটে না বলতে হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, জাপা নেতা ফারুক আহমেদসহ অন্যরা।
মন্তব্য করুন








