বিশ্বকাপ না খেলার হতাশা কাটাতে ক্রিকেটারদের ব্যস্ত রাখতে চায় বিসিবি
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ বিশ্বকাপে না খেলায় ক্রিকেটাররা বেকার হয়ে পড়েছেন। এ মুহূর্তে কোনো খেলা নেই লিটন কুমার দাসদের। বিশ্বকাপ না খেলার হতাশা কাটাতে ক্রিকেটারদের ব্যস্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গতকাল বুধবার ক্রিকেট পরিচালনা বিভাগ এক সভায় সিদ্ধান্ত নিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের পুলের ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ট্রেনিং ক্যাম্প করাবে।
বিসিবি’র একটি সূত্র থেকে জানা গেছে, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে ফিটনেস ক্যাম্প। টেস্ট, ওয়ানডে এবং টি২০ ক্রিকেটারদের সঙ্গে জাতীয় দল সংশ্লিষ্ট ক্রিকেটারদের তালিকা করা হচ্ছে। জাতীয় দল নির্বাচক প্যানেল কন্ডিশনিং ক্যাম্পের তালিকা করছে। কন্ডিশনিং ক্যাম্প শেষ করে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ছুটি পাবেন ক্রিকেটাররা। নির্বাচন-পরবর্তী সময় ১৭ বা ১৮ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে পারে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট।
চার দলের এই টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে হবে তিনটি দল। চতুর্থ দল হবে এইচপি’র ক্রিকেটারদের নিয়ে। ১৫ দিনের ওয়ানডে লিগ শেষ হবে ২ ফেব্রুয়ারি। বিসিএলে ওয়ানডের লিগ পর্বের ম্যাচগুলো হবে রাজশাহী ও বগুড়া স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটি মিরপুরে আয়োজন করতে চায় বিসিবি।
আরও পড়ুনগতকালের সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। যদিও এবারের বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারদের খেলাতে চেয়েছিল বিসিবি। বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় সে পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে টুর্নামেন্ট কমিটিকে। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চাওয়ামতো বিসিএলের ওয়ানডে ও চার দিনের লিগের খেলা আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছে তারা।
মন্তব্য করুন








