নওগাঁ-১ আসনের প্রার্থীরা নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রতিদিন তিন উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জোগাতে ব্যস্ত নেতাকর্মীসহ সমর্থকরা।
আসনটিতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। পাশাপাশি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ডা. ছালেক চৌধুরী। তবে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ ধানের শীষে প্রভাব ফেলবে না বলে মনে করেন দলের নেতাকর্মীরা।
অন্যদিকে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম তার নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী মো: আব্দুল হক শাহ্ ও জাতীয় পার্টির প্রার্থী মো. আকবর আলী কালুও চালাচ্ছেন নিজেদের প্রচারণা।
আরও পড়ুনতবে ভোটারদের অনেকেই জানান, আসনটিতে ধানের শীষ প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান ও জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলমের মধ্যে লড়াই হবে নির্বাচনের মূল লড়াই।
মন্তব্য করুন



_medium_1769609687.jpg)

_medium_1769607432.jpg)


