বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মদসহ ৩ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং বগুড়া যুব উন্নয়ন ক্যাম্প, ৪০ বীর, বাংলাদেশ সেনাবাহিনী এর যৌথ অভিযানে ১৪ কেজি গাঁজা, ৮৮.৫ লিটার দেশীয় মদ এবং ১১ হাজার ৮০০ টাকাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে শহরের চকসূত্রাপুরে বাসফোঁড় সুইপার কলোনীতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং বগুড়া যুব উন্নয়ন আর্মি ক্যাম্প, ৪০ বীর, বাংলাদেশ সেনাবাহিনী এর যৌথ টিম সেখানে অভিযানে নামে। সেখানে অভিযানিক দলটি রহিত বাসফোঁড় এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে।
আরও পড়ুনএসময় বাবুল বাসফোঁড়ের ছেলে রহিত বাসফোঁড় (১৯), গোদারপাড়ার মৃত শাহিনুর ইসলামের ছেলে রিপন শেখ (২৬) ও শাজাহানপুরের জিলাদারপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে রিপন প্রামানিক (৩৯)কে ১৪ কেজি গাঁজা, ৮৮.৫ লিটার কেরু মদসহ গ্রেফতার করতে সক্ষম হয় এবং মাদক কেনা-বেচার কাজে ব্যবহৃত ২টি বাটন মোবাইল ফোন, ৪টি সিম ও নগদ ১১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের‘কে বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন

_medium_1769609687.jpg)

_medium_1769607432.jpg)





_medium_1769596386.jpg)