বিভিন্ন শিল্পীর ১২ গান শাপলার কন্ঠে
অভি মঈনুদ্দীন ঃ মাছরাঙ্গা টিভির নিয়মিত আয়োজন রাঙ্গা সকাল’এ এবার গান গাইলেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শাপলা পালের। গত মঙ্গলবার রাজধানীর বনানীতে অবস্থিত চ্যানেলটিতে এই আয়োজনের রেকর্ডিং-এ অংশ নেন শাপলা পাল। শাপলা পাল জানান এই আয়োজনে তিনি টানান ১২টি গান গেয়েছেন।
গানগুলো হলো ‘বাঁশির ও কিশোর ব্রজগোপী চিতচোর’,‘ সাগরের সৈকতে’,‘ দুঃখ ছাড়া হয় মানুষ’,‘ বুলবুলি নীরব নার্গিস বনে’,‘ একটা গান লিখো আমার জন্য’,‘ অলিরও কথা শুনে বকুল হাসে’,‘ একটা গান লিখো আমার জন্য’,‘ হয়তো কিছুই নাহি পাবো’,‘ আবার হবেতো দেখা’,‘ তুমি কী এমনই করে থাকবে দূরে’,‘ এই পৃথিবীর পরে’,‘ পথও চলিতে’। শাপলা পাল বলেন,‘ এর আগে ২০১৭ সালে একই আয়োজনে গান গাইবার প্রথম সুযোগ হয়েছিলো আমার। আট বছর পর আবারো একই আয়োজনে গান গাইবার সুযোগ হলো। চেষ্টা করেছি নির্বাচিত গানগুলো মন দিয়ে গাইবার। যারা যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন এই আয়োজনে তারাও ভীষণ সহযোগিতা করেছেন। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা। মাছরাঙ্গা টিভি কর্তৃপক্ষের প্রতি ভীষণ কৃতজ্ঞতা আমার মতো অতি সাধারণ একজন শিল্পীকে আবারো এতো বছর পর গান গাইবার সুযোগ করে দেবার জন্য। কারণ মাছরাঙ্গার রাঙ্গা সকালের এই আয়োজনটি বেশ জনপ্রিয়। আশা করছি এই আয়োজনে আমার পর্বটি প্রচারের পর আমি বেশ সাড়া পাবো।’
আরও পড়ুনএদিকে এরইমধ্যে নতুন বছরের প্রথম মাষে বেশ কয়েকটি স্টেজ শোতে গান গেয়েছেন শাপলা পাল। আগামীকাল তিনি গাজীপুরের পুলিশ লাইনের একটি শোতে সঙ্গীত পরিবেশন করবেন বলে জানান। কিছুদিন আগে তারই ইউটিউব চ্যানেলে বাংলা সিনেমার জনপ্রিয় গান ‘আমার মতো এতো সুখী নয়তো কারো জীবন’ গানটি কাভার সং হিসেবে প্রকাশ পায়। এছাড়াও তার কন্ঠে মৌলিক গান ‘শিশির ভেজা পায়ে’ প্রকাশিত হয়েছে কিছুদিন আগেই। গানটি লিখেছেন তারেক আনন্দ, সুর করেছেন খায়রুল ওয়াসী, সঙ্গীতায়োজন করেছে সাউণ্ডহ্যাকার।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1769599422.jpg)





_medium_1769596386.jpg)