বগুড়ায় সন্ত্রাসী সোহাগ সরকার গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় হত্যাসহ এক ডজন মামলার আসামি সন্ত্রাসী সোহাগ সরকার (৪৫)কে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার সদস্যরা শহরের চকসূত্রাপুরে চামড়ার গুদাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা বিস্ফোরক ও অন্যান্য একাধিক মামলারও তদন্তপ্রাপ্ত সন্দিগ্ধ আসামি।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ সরকারকে গ্রেফতার করা হয়। সে চকসূত্রাপুরের চামড়া গুদাম এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে। এছাড়া সে আলোচিত কারাবন্দি আসামি বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিন সরকার ও তুফান সরকারের ভাই।
গতকাল সোমবার ভোর সোয়া ৪ টার দিকে র্যাব-১২,সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল ওই এলাকায় নিজ বসতবাড়ি হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনএদিকে পুলিশ সুত্র জানায়, সোহাগের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগষ্টের পর ২টি হত্যা মামলা রয়েছে। এছাড়া আরো একটি হত্যা মামলা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলাসহ ১২টি মামলা বিচারাধীন আছে। এর আগে গত ২০২৪ সালের ২ ডিসেম্বর নিজ বাড়ি থেকে সে গ্রেফতার হয়েছিল। পরে জামিনে ছাড়া পায় সে।
মন্তব্য করুন

_medium_1769523432.jpg)

_medium_1769520141.jpg)




_medium_1769522591.jpg)