ভিডিও মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৮:১১ রাত

বগুড়ায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৫শ’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা বুধবার

বগুড়ায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৫শ’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা বুধবার

স্টাফ রিপোর্টার : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামীকাল বুধবার থেকে শুরু হয়ে চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মৌখিক পরীক্ষার জন্য জেলা ভিত্তিক আলাদা আলাদা সময়সূচি প্রকাশ করা হয়েছে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বগুড়া জেলার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে সকাল সাড়ে ৮টার মধ্যে মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হতে হবে এবং সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, জেলার প্রায় ৩০৮টি সহকারী শিক্ষক পদের জন্য আবেদন জমা পড়েছিলো ৩১ হাজার ২৬৭টি। গত ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় ২৪ হাজার ১৯৩ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৫৫০জন। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৭৪ জন।

আরও পড়ুন

এ পরীক্ষার অংশ নিতে প্রয়োজনীয় কাগজপত্র- অনলাইনে আবেদনের আপলোড করা ছবি, আবেদনের কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট ও মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদের সত্যায়িত কপি, শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক কার্ডধারী) ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিচিতি বিষয়ক সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে : কৃষ্ণনন্দী

বগুড়ায় সন্ত্রাসী সোহাগ সরকার গ্রেফতার

আড়াইহাজারে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮

নির্বাচনে মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ

বগুড়ায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৫শ’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা বুধবার